২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য সবচেয়ে শক্তিশালী 6 টি ডেঞ্জারাস দল
২০২৬ ফিফা বিশ্বকাপ (ইংরেজি :FIFA World cup) বা ফিফা বিশ্বকাপ ২৬ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। ফিফা বিশ্বকাপের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি ১১ই জুন থেকে ১৯ জুলাই, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ফিফা বিশ্বকাপ উত্তর আমেরিকার তিনটি দেশের ১৬ টি শহর যৌথভাবে আয়োজন করবে।বর্তমানে আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন । এই টুর্নামেন্টে ৪৮ টি দল অন্তর্ভুক্ত করা হবে। যা আগের আসল গুলোর ৩২ টি দল থেকে প্রসারিত করা হচ্ছে।
পেজ সূচিপত্র ঃ ২০২৬ ফুটবল বিশ্বকাপের ৬ টি সবচেয়ে শক্তিশালী ডেঞ্জারাস দল
- ২০২৬ ফিফা বিশ্বকাপের মোট দল সংখ্যা
- ফিফা বিশ্বকাপের ১ নম্বর দলের নাম ২০২৬
- ফিফা বিশ্বকাপে ২ নাম্বার দলের নাম ২০২৬
- ফিফা বিশ্বকাপের ৩ নম্বর দলের নাম ২০২৬
- ফিফা বিশ্বকাপের ৪ নম্বর দলের নাম ২০২৬
- ফিফা বিশ্বকাপের ৫ নম্বর দলের নাম ২০২৬
- ফিফা বিশ্বকাপের ৬ নম্বর দলের নাম ২০২৬
- যে পাঁচ দেশের ফুটবল কোর্স বেশি বেতন পায় দেখুন
- আমাদের শেষ কথা
২০২৬ ফিফা বিশ্বকাপের মোট দল সংখ্যা
২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী ৬ টি ডেঞ্জারাস দল। ২০২৬ আাসছে ফিফা বিশ্বকাপ, প্রথম বারের মতো অংশগ্রহণ নেবে মোট ৪৮ টি দল। যার জাবত পণ্য বিশ্বকাপে আলো ছড়ানোর জন্য মুখিয়ে রয়েছে প্রতিটা দল।
তবে এই 48 টি দলের মধ্যে ছয়টি দল রয়েছে যারা ২০২৬ বিশ্বকাপের জন্য সবচেয়ে শক্তিশালী দল। আর এই ছয়টি দলের সামনে টিকে থাকা তাই প্রতিপক্ষ দলের জন্য হবে কঠিন চ্যালেঞ্জ। তাহলে চলুন এই ছয়টি দলের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ফিফা বিশ্বকাপে ১ নম্বর দলের নাম ২০২৬
ফিফা বিশ্বকাপের ১ নম্বর দলে রয়েছে (স্পেন)। স্পেন ফুটবল দল দীর্ঘকাল ধরে বিশ্বে শক্তিশালী তম দল হিসেবে নিজেদের ধরে রেখেছে। তাদের খেলার ধরন এবং উচ্চমান ও প্রতিপক্ষ দলের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ তৈরি করে।
তাদের দলে রয়েছে পেপ্পি, রোদ্রি, লামিলিয়ানার, এর মতো অভিজ্ঞ প্লেয়ার এসব প্লেয়ার তাদের টেকনিক্যাল দক্ষতা দিয়ে প্রাচীন ক্ষমতা ও বুদ্ধিমত্তার জন্য খুবই পরিচিত। তারা কঠিন পরিস্থিতিতেও তাদের বুদ্ধিমত্তার খেলা বের করে, দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। যা তাদের দলকে আরও শক্তিশালী করে তুলেছে।
ফিফা বিশ্বকাপের ২ দলের নাম ২০২৬
ফিফা বিশ্বকাপে ২ নাম্বার দলে রয়েছে (আর্জেন্টিনা)। ফুটবলের একটি সেরা অন্যতম দলের নাম আসলে সেখানে আর্জেন্টিনার দলের নাম আসবে। তারা একমাত্র দল যারা একে অপরের জন্য খেলে। এবং দলের জন্য নিজেদেরকে উজাড় করে দিতে সর্বদা প্রস্তুত থাকে।
তাদের এই শক্তিশালী টিম স্পিড যা কঠিন পরিস্থিতিতে ও লড়াই করতে সাহায্য করে। মেসির মতো সর্বকালের সেরা খেলোয়ার রয়েছে তাদের দলে। আর অসাধারণ খেলার দক্ষতার ফলে ডিবলিং ও একা গোল করে ম্যাচের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে।
ফিফা বিশ্বকাপের ৩ নাম্বার দলের নাম ২০২৬
ফিফা বিশ্বকাপের ৩ নম্বর দলে রয়েছে (ফ্রান্স)। ফ্রান্স ফুটবল দল সাম্প্রতিক আন্তর্জাতিক ফুটবলে দারুন সাফল্য অর্জন করেছে। ফ্রান্সের দলের রয়েছে কালিয়ান এম বাপ্পি, রিসমেন, ওসমান ডেবলে, এবং এডিয়ার দোর মতো বিশ্বমানের খেলোয়াড়রা রয়েছে তাদের দলে।
এদের ব্যক্তিগত দক্ষতা এবং গতি প্রতিপক্ষক থাকার কারণে সময় মতো হুমকি তৈরি করে। ফ্রান্সের প্লেয়ার সব ভালো খেয়ার কারণে তাদের প্রতিরক্ষক খেলোয়াড় আক্রমণ করতে ভয় পাই না।
ফিফা বিশ্বকাপের ৪ নম্বর দলের নাম ২০২৬
ফিফা বিশ্বকাপে ৪ নম্বর দলে হয়েছে (জার্মানি)। জার্মানি ফুটবল দল বরাবরি প্রতিপক্ষ দলের কাছে একটি চ্যালেঞ্জিং দল হিসেবে বেশ পরিচিত। তাদের রক্ষীণ হোক খুবই শক্তিশালী এবং প্রতিপক্ষের আক্রমণ ভাগকে দক্ষতার সাথে প্রতিহত করতে পারে।
জার্মানি দলের ম্যান মাঠের প্রতিটি অংশে খেলোয়াড়দের অবস্থান এবং মুভমেন্ট ভালোভাবে নিয়ন্ত্রণ করে। তাদের লম্বা এবং শক্তিশালী খেলোয়াড় সেফপিসে গোল করাতে পরিচিত। যা তাদের আরও বিপজ্জনক করে তুলেছে।
ফিফা বিশ্বকাপের ৫ নাম্বার দলের নাম ২০২৬
ফিফা বিশ্বকাপের ৫ নাম্বার দলে রয়েছে (ব্রাজিল)। সফল দল গুলোর মধ্যে একটি দল হলো ব্রাজিল। এখন পর্যন্ত ব্রাজিল পাঁচ বার ফিফা বিশ্বকাপ জিতেছে। ব্রাজিলে সব সময় ব্যতিক্রম প্রতিভার অভাব থাকেনা।
বর্তমানে নেইমার জুনিয়র, রোদ্রদিগো, রাফিন হার এর মতো বিশ্ব মানের খেলোয়ার রয়েছে এই দলে । তাদের আক্রমন ভাগ ও মধ্যমান প্রতিপক্ষ দলের জন্য শক্তিশালী হিসেবে গড়ে তুলেছে। ছোট ও বড় সকলের ইমোশন হলো নেইমার জুনিয়র অনেকেই আবার নেইমার জুনিয়র কে ফুটবলের স্কিন মাস্টার বলে থাকে।
ফিফা বিশ্বকাপের ৬ নাম্বার দলের নাম ২০২৬
ফিফা বিশ্বকাপের ৬ নম্বর দলে রয়েছে (ইংল্যান্ড) বর্তমানে ফুটবল বিশ্বের অন্যতম একটি দল ইংল্যান্ড। এর পিছনে রয়েছে তাদের সেরা কিছু প্লেয়ার যেমন, হেরিকেন, বেলিংহাম, পোটায়া সাকা, ফিলকোডেন এর মতো তারোকা ফুটবলাররা।
তারা নিজ ক্লাব এবং জাতীয় দলের হয়ে অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছে। তাদের ব্যক্তিগত দক্ষতা এবং দলগত বোঝাপড়া ইংল্যান্ড দলকে আরো শক্তিশালী দল হিসেবে পরিনিত করছে। সাম্প্রদিক সময়ে পারফরমেন্স অনুযায়ী ২০২৬ বিশ্বকাপে বাজিমাত করতে দেখা যাবে এই শক্তিশালী দলটিকে।
যে পাঁচ দেশের ফুটবল কোর্স বেশি বেতন পায় দেখুন
যে পাঁচ দেশের ফুটবল কোর্স বেশি বেতন পাই দেখুন। এবং বাংলা টাকায় তা কত টাকা হতে পারে তার সম্পর্কে নিচে আলোচনা করা হলো।
- সবার প্রথমে রয়েছে সৌদি আরবের কোর্স (রবেতো মারচিনি)। তেল সম্পৃক্ত এই দেশটির এই কোর্স প্রতি বছর প্রায় ১৯.১ মিলিয়ন ডলার বেতন পান। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩২ কোটি ৫ লাখ টাকার সমান।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ডের কোর্স (থমাস টুখেল)। হ্যারিকেইন রাহিম ইনইস স্টাইলিং এর কোর্স প্রতিবছর প্রায় ৬ মিলিয়ন ডলার বেতন পান। যা বাংলা দেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ২৯ লাখ টাকার সমান।
- তৃতীয় অবস্থানে রয়েছেন আমেরিকান কোর্স (মাউরিসিও পোচেওিনো)। তার বার্ষিক বেতন ৪.৬ মিলয়ন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫ কোটি 58 লাখ টাকার সমান।
- চতুর্থ অবস্থানে রয়েছেন জার্মানির কোর্স (জুলিয়ান নাগেলসমান)। তার মাসিক বেতন ৩. ৯৯ মিলয়ন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় 4 কোটি ৮৪ লাখ টাকার সমান।
- পঞ্চম অবস্থানে রয়েছেন পর্তুকালের কোর্স রাতের (রবেতো মাতিনেজ)। তার মাসিক বেতন ৩.৩৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url