OrdinaryITPostAd

এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রাকটিক্যাল খাতা আঁকানোর সহজ উপায়

এসএসসি এবং এসএসসি পরীক্ষার প্র্যাকটিক্যাল খাতা  আঁকানোর সহজ উপায়। প্রতিবছর প্রায় লাখ লাখ শিক্ষার্থী এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিয়ে থাকে। এই পরীক্ষার পরে এসএসসি এবং এইচএসসির শিক্ষার্থীদের প্র্যাকটিকাল খাতা বা ব্যবহারিক খাতার ভাইভা পরীক্ষা নিয়ে থাকে স্যারেরা। অনেকেই এই ব্যবহারিক খাতা বা প্র্যাকটিক্যাল খাতা আকাঁতে অদক্ষ। 

এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রাকটিক্যাল খাতা আঁকানোর সহজ উপায়। সম্পর্কে আজকে আমাদের এই পোস্ট। এই পোস্ট সব পড়ার মাধ্যমে আপনারা খুব সহজে আপনারা প্র্যাকটিক্যাল খাতা আঁকাতে এবং লিখতে পারবেন। এসএসসির প্রাকটিক্যাল খাতা আর্স এবং সাইন্স দুইভাবে বিরক্ত করা হয়। 

পেজ সূচিপত্রঃ এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রাকটিক্যাল খাতা আঁকানোর সহজ উপায়

প্রাকটিক্যাল বা ব্যবহারিক খাতার দাম

প্র্যাকটিকাল বা ব্যবহারিক খাতার দাম। এসএসসি ও এইচএসসি পরীক্ষার শেষের পরে সাধারণত ব্যবহারিক খাতার প্রয়োজন হয়। এসএসসি পরীক্ষায় সায়েন্স এবং আর্স সাবজেক্ট অনুযায়ী দুই ভাগে ভাগ হয়ে থাকে। দুই ভাগে বিভক্ত ছাত্র-ছাত্রীদের খাতার ধরন আলাদা। 

প্রাকটিকাল বা ব্যবহারিক খাতার দাম। এসএসসি পরীক্ষায় যাদের সাইন্স রয়েছে, এবং ফোর সাবজেক্ট কৃষি শিক্ষা। তাদের ব্যবহারিক খাতা চারটি যেমন, কৃষি শিক্ষা, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, এবং রসায়ন। যারা আর্স নিয়ে পড়ছে তাদের ব্যবহারিক খাতা শুধু একটা কৃষি শিক্ষা। 

এসএসসি পরীক্ষায় যাদের ফোর সাবজেক্ট হায়ারম্যাথ।তাদের ব্যবহারিক খাতা চারটি যেমন, হায়ারম্যাথ, জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, ও রসায়ন চারটি ব্যবহারিক খাতা। ব্যবহারিক খাতার দাম সমূহ, কৃষিশিক্ষা খাতা ৭০ টাকা,জীব বিজ্ঞান খাতা ৯০ টাকা, পদার্থবিজ্ঞান খাতা ৯০ টাকা, রসায়ন খাতা ৯০ টাকা এবং হায়ারম্যাথ খাতা ৯০ টাকা ধরা যায়। যা বিভিন্ন দোকানের দামের উপর নির্ভর করে থাকে। 

প্র্যাকটিকাল বা ব্যবহারিক খাতা জমা না দিলে কি সমস্যা হবে 

প্রাকটিক্যাল বা ব্যবহারিক খাতা জমা না দিলে কি সমস্যা হবে জি হ্যাঁ অবশ্যই। ব্যবহারিক খাতা জমা নেওয়া হয়, আপনার অতিরিক্ত নাম্বার যোগ দেওয়ার জন্য। কোন বিষয়ভিত্তিক সাবজেক্ট থেকে নাম্বার কম পেলে ব্যবহারিক খাতার নাম্বার দ্বারা সমান করে দেয়া হয়। এজন্য ব্যবহারিক খাতা জমা দেওয়া আবশ্যক। 

প্র্যাকটিকাল বা ব্যবহারিক খাতা জমা দেওয়া। যা আপনার পরীক্ষার রেজাল্ট ভালো করতে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল খাতার গুরুত্ব অপরিসীম। ব্যবহারিক খাতার চিত্র ভালো এবং সঠিক উত্তর দিতে পারলে ফুল মার্ক ২৫ পাওয়ার সম্ভাবনা বেশি। 

এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ব্যবহারিক খাতার  গুরুত্বপূর্ণ  

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ব্যবহারিক খাতার  গুরুত্বপূর্ণ অপরিহার্য। ব্যবহারিক খাতার চিত্র এবং লেখা সুন্দর হলে, ফুল মার্ক পাওয়ার আশা থাকে। ব্যবহারিক খাতার মার্ক সব সাবজেক্ট এর মার্কগুলো একসাথে করা হয়। এজন্য এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ব্যবহারিক খাতার গুরুত্বপূর্ণ অপরিহার্য। 

এসএসসি পরীক্ষায় শুধু ব্যবহারিক খাতা নই, সব সাবজেক্ট বিষয় ভিত্তিক পরীক্ষাগুলো সুন্দরভাবে কমপ্লিট করতে হবে। সব সাবজেক্ট প্রতি ভালো পরীক্ষা দিতে পারলে, একটি ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা করা যায়। এজন্য উচিত সকল বিষয়বস্তিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা সঠিক ভাবে কমপ্লিট করা। 

asdfgএসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাকটিক্যাল খাতা আঁকানোর সহজ উপায়

এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্র্যাকটিক্যাল খাতা আঁকানোর  সহজ উপায় সম্পর্কে আজকে আমাদের এই পোস্ট। এই পোস্ট পড়ে আপনারা খুব সহজে নিজেরাই খুব সহজ তার মাধ্যমে প্র্যাকটিক্যাল খাতা আঁকাতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক, খুব সহজে আপনারা আপনাদের নিজেদের প্রাকটিক্যাল খাতা কিভাবে আঁকাতে পারবেন সম্পর্কে। 

এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাকটিক্যাল খাতা আঁকানোর নিয়ম। প্রাকটিক্যাল খাতা আঁকাতে হলে, আপনাদের যা যা জিনিসপত্রের প্রয়োজন হবে তা হলো, চার আতোকার একটি বক্স, বা কোন মাঝারি প্লাস্টিকের বালটি নিলেও হবে। আবার আপনারা ফ্যানের গোল মাথার ঢোপ টাও নিতে পারেন।

আয়তাকার বালতি বা ঢোপ জোগাড় করার পর, একটি সাদা কাঁচ এর প্রয়োজন হবে। যার ঢোপ বা বালটির ওপর সমনয়ে বসাতে কোন প্রবলেম না হয়, মাঝারি সাইজের কাঁচ নিতে হবে। যা ঢোপের ওপর সমানে বসে এবং আঁকাতে যেন কোন প্রবলেম বোধ না হয়। 

এরপর ঢোপ ও কাঁচ জোগাড় হয়ে গেলে, বালতি বা ঢোপের ভিতরে একটি বাল্ব দিতে হবে। চার কালার সাদা সাদা বা ২৫ ওয়ার্ডের বাল্ব ও দিতে পারেন। যাতে আকানের সুবিধার্থে সুবিধা হয়। সর্বশেষ কাজটি হলো, ঢোপ বা বালতির ভেতরে বাল্ব রাখার পর ওপরে সাদা কাঁচ দিতে হবে। অবশ্যই বাল্বটি জালানো অবস্থায় থাকবে। 

তারপর আপনি যে চিত্রটি আঁকাতে চান, সেটি কাচের উপরে রেখে আপনার আঁকানো পেজটি তার উপরে রাখবেন। কাঁচের উপরে বাল্পের আলো পড়ার জন্য আপনি খুব সহজেই আপনার হাতের রুল দারা  আপনার নিজের প্র্যাকটিক্যাল খাতা নিজেই আঁকাতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। 

প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক খ্যাতার চিত্র কিভাবে আঁকাবো 

প্রাকটিক্যাল বা ব্যবহারিক খাতার চিত্র কিভাবে আঁকাবেন তা সম্পর্কে আপনাদের  ইতিমধ্যে  আলোচনা করেছি। যা দ্বারা আপনারা খুব সহজেই আপনাদের নিজেদের প্র্যাকটিক্যাল খাতা নিজেরাই আঁকাতে পারবেন। প্র্যাকটিক্যাল খাতা আঁকানোর জন্য দীর্ঘ সময় ও পরিশ্রমের দরকার হয়। 

পরিশ্রম ছাড়া কোন কিছুই করা সম্ভব হয় না। তাই কোন কিছু পেতে হলে তা কঠিন পরিশ্রমের মাধ্যমে পেতে হয়। আশা করি প্র্যাকটিকাল বা প্রাকটিক্যাল খাতার চিএ কিভাবে আঁকাবেন তা আমাদের পোস্টটি পড়ে ভালো ভাবে বুঝতে পেরেছেন। 

সাইন্স বা আর্স এর ব্যবহারিক খাতা আঁকানোর নিয়ম 

সাইন্স বা আর্স এর ব্যবহারিক খাতা আঁকানোর নিয়ম। আসলে ব্যবহারিক খাতা আঁকানোর জন্য আপনাদের যে একটি কৌশলের কথা বল্লাম এই একটি পথ অবলম্বন করলেই খুব সহজেই সায়েন্স এবং আর্স এর  ব্যবহারিক খাতা আঁকাতে পারবেন  খুব সহজে। 

আশা করি আপনাদের সাইন্স বা আর্স এর ব্যবহারিক খাতা আঁকানোর নিয়ম সম্পর্কে আর কোনো কথা বলার দরকার নেই। কারণ ইতিমধ্যে আপনারা ব্যবহারিক খাতার আঁকানো সম্পর্কে জেনেছেন। সাইন্স বা আর্স যেকোনো ব্যবহারিক খাতা, আপনারা আমাদের এই পথ অবলম্বন করে, খুব সহজেই আঁকাতে পারবেন। 

ফোন দিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করার সহজ উপায় ২০২৫

ফোন দিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করার সহজ উপায় ২০২৫ জানার মতে ইতিমধ্যে আমার একটি পোস্ট লেখা আছে। আপনারা চাইলে এই পোস্ট এর উপরে, ফোন দিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করার সহজ উপায় ২০২৫ সম্পর্কে লিংক দেওয়া থাকবে। আপনারা চাইলে খুব সহজেই তা দেখতে পারবেন।

ফোন দিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করার সহজ উপায় ২০২৫ সম্পর্কে আলোচনা গুরুত্বপূর্ণ তথ্য এ পোষ্টের মধ্যে খুব ভালো ভাবে দেওয়া আছে । কিভাবে আপনারা আপনার হাতে থাকা ফোন দিয়ে, নিচের রেজাল্ট বের করতে পারবেন। তার সব তালিকা দেওয়া আছে। 

যাদের কাছ থেকে প্র্যাকটিক্যাল খাতা আঁকায় নিতে পারেন 

এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রাকটিক্যাল খাতা আঁকানোর নিয়ম সম্পর্কে আপনাদের ইতিমধ্যে আলোচনা করেছি। আশা করি প্রাকটিক্যাল খাতা আকানোর নিয়ম সম্পর্কে, আপনারা ভালোভাবে বুঝছেন এবং খুব সহজে নিজেরাই নিজেদের প্রাকটিক্যাল খাতা আঁকাতে পারবেন। তার জন্য অন্য মানুষের প্রয়োজন হবে না। 

আপনারা যারা অন্যদের কাছ থেকে প্র্যাকটিক্যাল খাতা আঁকায় নিতে চান। তারা চাইলে আঁকায় নিতে পারেন। তাতে আপনার খরচের পরিমাণ বেশি হয়ে যাবে। আশা করি আপনি যেহেতু আমাদের পুরো পোস্টটি পড়ছেন। তা থেকে নিজেই নিজেদের ব্যবহারিক খাতা আঁকাতে পারবেন। তা থেকে আপনার নিজের পরিশ্রম হলেও খরচের পরিমান কম হবে। 

ব্যবহারিক খাতা আঁকাই নেওয়া খরচের পরিমাণ 

ব্যবহারিক খাতা আকাইনা খরচের পরিমাণ। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রাকটিক্যাল খাতা আঁকানোর নিয়ম সম্পর্কে জেনেছেন। এক্ষেত্রে অন্যদের কাছ থেকে ব্যবহারিক খাতা আঁকাই নেওয়া খরচের পরিমাণ। একটি খাতা প্রতি আঁকানো ১০০ থেকে ২০০ টাকা। তাহলে আপনার চারটা খাতা আঁকাতে প্রায় ৮০০ থেকে ৯০০ টাকা খরচ হবে বেশি না। 

ব্যবহারিক খাতা আঁকাই নেওয়ার জন্য আপনি চাইলে 01827269727 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এসএসসি এবং এইচএসসি কোন ব্যবহারিক খাতা আঁকাতে প্রবলেম হলে, যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ। 

আমাদের শেষ কথা 

এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রাকটিক্যাল খাতা আঁকানোর নিয়ম সম্পর্কে, আপনারা আমাদের এই পুরো পোস্ট পড়ার মাধ্যমে এসএসসি পরীক্ষার প্র্যাকটিক্যাল খাতা আঁকানোর নিয়ম সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছেন। আশা করি আপনারা খুব সহজে আমাদের এই পথ অবলম্বন করে নিজেদের প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক খাতা নিজেরাই আঁকাতে সক্ষম হবেন। 

এস এস সি এবং এসএসসি পরীক্ষার প্রাকটিক্যাল  খাতা আঁকানোর নিয়ম। এবং যেকোনো রেজাল্ট জাতীয় পোস্ট ও শিক্ষনীয় পোস্ট পেতে আর্টিকেল জুড়ে আমাদের সঙ্গে থাকুন। আর ব্যবহারিক খাতা আঁকানোর নিয়ম ও কৌশল আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে, অন্য একটি আর্টিকেল পড়ার মাধ্যমে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
call: "+8801761060977", // Call phone number email: "odinaryit@gmail.com", // Email link: "https://www.ordinaryit.com", // Link